বিকেলের মৃত্যু-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গত এপ্রিলে শেষ করেছিলাম কোন লাস্ট নন একাডেমিক বই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা " বিকেলের মৃত্যু"। তারপর আরো কিছু বই পড়তে নিয়েছিলাম কিন্তু রিডার্স ব্লক আর অ্যাকাডেমিক বইয়ের চাপে কোন বইই শেষ পর্যন্ত এগোয়নি।পুরোনো পাঠ থেকেই একটা প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার প্রিয় লেখকদের একজন,তাঁর গতিশীল কাহিনীবিন্যাসে বরাবরই মুগ্ধ হই।তাঁর কলমের আঁচে সাধারণ লেখনীও লাভ করে অসাধারণ অবয়ব।সেই রকম চিন্তা থেকেই বিকেলের মৃত্যু বইটি পড়া,কিন্তু পড়া শেষে একটু হতাশ হতে হয়েছিলো,থ্রিলার জনরার বই কিন্তু বইয়ে বর্নিত অতিরিক্ত সিনেম্যাটিক বিষয় বেশি ভালো লাগেনি।প্রধান চরিত্র ববি রায়কে মনে হয়েছে কোন অতিপ্রাকৃত মানুষ।স্পয়লার এলার্টঃ সারা গল্পেই একটা গোপন কোড ভাঙার চেষ্টা, ধরতে গেলে এই নিয়েই কাহিনী।গল্পের প্রধান চরিত্র ববি রায়কে একজন পাগলাটে অতি প্রাকৃত মানুষ হিসেবে মনে হয়। সে ভীষন কর্মঠ, এবং নিজের কাজের প্রতি অনেক যত্নবান হলেও তার মেয়ে সেক্রেটারি লিনা তাকে বিরক্তির চোখে দেখে।মেয়েদের সমন্ধে ববি রায়ের নিচু ধারনাও লিনার পছন্দ নয়।
অন্যদিকে লিনা গল্পের অন্যতম প্রধান চরিত্র,একটু মুডি টাইপের মেয়ে, ববি রায়ের সেক্রেটারি হিসেবে একটি মাল্টিন্যাশনালে কর্মরত,সে তার বাবা মায়ের সাথে থাকে কিন্তু তবুও তার সাথে তার বাবা মায়ের একটা দূরত্ব লক্ষ্য করা যায়,লিনা নিজেকে সবসময় একা মনে করে,তার বাবা মা দুজনেই চাকরি করে,তাই তাদের সাথে দিনে হয়তো তার দেখাই হয়না,তাই সম্ভান্ত্র হওয়া সত্ত্বেও একাকিত্ব থেকে মুক্তি পেতে লিনা ববি রায়ের অফিসে চাকরি নেয়।
হঠাৎ একদিন ববি রায় লিনাকে তার রুমে ডেকে খুব জরুরী একটি কাজের কথা বলেন। তার অফিসের কম্পিউটারের একটা কোড দেন যেটা লিনা প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে এই কোডের উপর নির্ভর করেই কাহিনী এগোতে থাকে।
কোডটি আসলে ববি রায়ের নিজের নামের।কিন্তু আসলে কোডটি দ্বারা কি ঈঙ্গিত করা হয়েছে,এর সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সই বা কেন জড়িত? রহস্যময় নীল মঞ্জিলেই বা কি লুকিয়ে আছে? এর সমস্থ উত্তর রয়েছে "বিকেলের মৃত্যুতে"।
একাধারে প্রেম, রহস্য, বিজ্ঞান-কল্পবিজ্ঞান ও অ্যাডভেঞ্চারের উপাদানে তৈরি এই উপন্যাস,কাহিনী গতিশীল কিন্তু অতিমাত্রায় সিনেম্যাটিক ঢং এর কারনে পাঠকদের বিরক্তি লাগতে পারে এই বইটি।
কোডটি আসলে ববি রায়ের নিজের নামের।কিন্তু আসলে কোডটি দ্বারা কি ঈঙ্গিত করা হয়েছে,এর সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সই বা কেন জড়িত? রহস্যময় নীল মঞ্জিলেই বা কি লুকিয়ে আছে? এর সমস্থ উত্তর রয়েছে "বিকেলের মৃত্যুতে"।
একাধারে প্রেম, রহস্য, বিজ্ঞান-কল্পবিজ্ঞান ও অ্যাডভেঞ্চারের উপাদানে তৈরি এই উপন্যাস,কাহিনী গতিশীল কিন্তু অতিমাত্রায় সিনেম্যাটিক ঢং এর কারনে পাঠকদের বিরক্তি লাগতে পারে এই বইটি।

কোন মন্তব্য নেই