Header Ads

অনুগল্প- প্রতিবিম্ব

গ্রিক পুরাণ অনুযায়ী প্রথম প্রথম মানুষের চারটি হাত,চারটি পা এবং দুটি মুখ ছিলো , এবং ঐসব মানুষ ছিলো উভলিঙ্গ বিশিষ্ট , প্রচন্ড শক্তিধর এবং ক্ষমতাশালী । এক কথায় ঐসময় মানুষ ছিলো স্বাক্ষাত দানব । এইসব দানবসম মানুষদের ভয়ে দেবতারা সবসময় তটস্থ থাকতো । এই ভয়ের সমস্যা থেকে উত্তরণ পেতে একদিন দেবতা জিউস ঐসব মানুষদের দুইভাগে বিভক্ত করে আলাদা করে এবং বিভক্ত মানুষদের সারাজীবনের জন্য তাদের বাকি অংশ খোঁজার এক চিরন্তন কর্তব্য নির্ধারণ করে দেয় ।

জিউস কিন্তু পুরোপুরি সফল হয় নি কারন অনেকেই তাদের হারানো অংশ পুনুরুদ্ধারে সক্ষম হয় , যদিও আগের মত শারীরিক ভাবে তাদের দুই অংশ জোড়া লাগেনি কিন্তু আত্মিকভাবে তারা তাদের অর্ধাংশ একটা আরেকটার সাথে জোড়া লাগাতে পেরেছিলো ।

আমিও আমার অর্ধেক অংশকে আমার সাথে যুক্ত করতে পেরেছি। যখন আমার সেই হারানো অংশ (এখন স্বামী ) প্রথম আমার বাড়িতে এসেছিলো ,আমি ঘরের দরজার সাথে সাথে আমার মনের দরজাও খুলেছিলাম । আমার হৃদয় তখন তার হারানো অংশকে খুঁজে পেয়েছিলো । আমি সেদিন আমার মতোই ছিলাম যেরকম আমি সবসময় থাকি । আমার পরনে ছিলো লেভিসের পোষাক আর হলুদ রঙের স্কি জ্যাকেট ,পায়ে ছিলো টিম্বারল্যান্ড বুট । প্রথমে আমরা একে অপরকে দেখে বিষ্ময়করভাবে তাকিয়ে ছিলাম ,আমাদের মুখে লেগে ছিলো এক অদ্ভুত স্নিন্ধ হাসি । আমাদের এই ঘোরলাগা দৃষ্টিকাটার পর সে আমার দিকে তাকিয়ে বলেছিলো, “আমাদের একজনকে আরেকজনের উপযুক্ত করে বদলাতে হবে” । আমি তার মত করে আমাকে বদলেছি,এবং সে আমার মত করে তাকে বদলেছে। আমি জানতাম আমরা চিরকাল একসাথে থাকবো - একে অপরের প্রতিবিম্ব হয়ে। 



মূলরচনাঃ এলানা পেইট (মিরর ইমেজ)
ভাষান্তরঃ আব্দুল্লাহ তাসীন

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.